নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : গরীব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কথা কেন্দ্র যে এই সংকটময় পরিস্থিতিতে ভুলে যায়নি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, গরীব, পরিযায়ী শ্রমিক, প্রতিবন্ধী, প্রবীণ নাগরিকদের প্রতি প্রশাসনের যে কর্তব্য রয়েছে তা কেন্দ্র ভুলে যায়নি। করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ফলে কাঁচামাল সংগ্রহ করে ফের বাণিজ্য শুরু করতে সময় লাগবে এর জন্য প্রশাসনের তরফ থেকে সংস্থাগুলিকে ঋণ প্রদান করা হবে।তিন লক্ষ কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হয়েছে। এর ফলে গোটা দেশে ২ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাত থেকে ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাঁচানোর জন্য ২০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ করা যাবে না। এতে করে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত। আরো তিন মাস এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যাবে কেন্দ্র। এর জন্য খরচ হবে ৬৭৫০ কোটি টাকা।অর্থমন্ত্রী আরও জানিয়েছেন নন বানকিং ফিনান্সিয়াল কোম্পানির জন্য ৩০ হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি স্কিম গঠন করা হয়েছে।