শুনশান কমলপুর মহকুমা, ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ান-র এক জওয়ান করোনা আক্রান্তের ঘটনায় কমলপুর মহকুমা শুনশান হয়ে পড়েছে৷ ধলাই জেলা শাসক ড় ব্রহ্মণীত কৌর আজ এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক আধিকারিক-দের নিয়ে বৈঠক করেছেন৷ তাঁর কথায়, কমলপুর নগর পঞ্চায়েতের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ধলাই নদী এবং মোহনপুর গ্রাম ঝুকিপুর্ন এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ তাছাড়া, ওই এলাকায় বসবাসকারী পরিবারদের কঠোর নজরদারি-তে রাখা-র ব্যবস্থা করা হয়েছে৷


প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার নতুন করে ২৪ জন বিএসএফ জওয়ান-র কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে ঘোষণা দিয়েছিলেন৷ কিন্ত, তখন তাদের ৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান রয়েছেন, সে-বিষয়ে মুখ্যমন্ত্রী জানাননি৷ আজ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দৌড়ঝাপ শুরু হয়েছে৷ এ-বিষয়ে সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য সচিব বলেন, গতকাল যে রিপোর্ট এসেছিলেন তা নিশ্চিত হয়েই আজ বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান-র সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে৷


তাঁর কথায়, বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ান-র এক সাব-ইন্সপেক্টর কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-তে কর্মরত ছিলেন৷ শারীরিক অসুস্থতার জন্য তাকে কমলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্ত, তার লক্ষন দেখে করোনা সংক্রমনের অনুমান করা হচ্ছিল৷ তাই, তাকে গতকালই জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ জি বি হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়৷ তাতে, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷


অতিরিক্ত মুখ্য সচিব জানান, ওই জওয়ান-কে কমলপুর হাসপাতালে পৃথক ফ্লু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল৷ ফলে, অন্য রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা নেই৷ তাছাড়া, তাকে চিকিতা করেছিলেন এমন ওই হাসপাতালের ৬ জন স্বাস্থ্য কর্মী-কে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক একান্তবাস-এ পাঠানো হয়েছে৷ তাদের নমুনাও সংগ্রহ হয়েছে৷ তাঁর কথায়, ওই জওয়ানের বিএসএফ-র অন্য করোনা আক্রান্তের সাথে কোন যোগাযোগ ছিল না ৷ তিনি ১৪ মার্চ থেকে ওই বিওপি-তে কর্মরত ছিলেন৷ ফলে, এখন তাঁর সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে সকলকে খুঁজে বের করা হয়েছে৷


অতিরিক্ত মুখ্য সচিব-র কথায়, ধলাই ঘাট বিওপি-র ঝুকিপুর্ন এলাকায় প্রায় ৪৮০০ সাধারণ নাগরিক-র বসবাস৷ তাদের সকলের নজরদারি চালানো হবেঊ তাছাড়া, বিএসএফ ৩ ব্যাটেলিয়ান-র সকল জওয়ান ও তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করা হবে৷


এদিকে, ধলাই জেলা শাসক ড় ব্রহ্মণীত কৌর ইতিমধ্যে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন৷ আজ তিনি কমলপুর মহকুমা সফর করেছেন৷ প্রশাসনের সাথে বৈঠক করে ঝুকিপুর্ন এলাকার ঘোষণা দিয়েছেন৷ তিনি বলেন, কমলপুর নগর পঞ্চায়েতের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ধলাই নদী এবং মোহনপুর গ্রাম ঝুকিপুর্ন এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ তাছাড়া, ওই এলাকায় বসবাসকারী পরিবারদের কঠোর নজরদারি-তে রাখা-র ব্যবস্থা করা হয়েছে৷ স্বাস্থ্য দফতর সুত্রে খবর, কমলপুর থেকে এখন পর্যন্ত ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছেঊ আরও নমুনা সংগ্রহ করা হবে৷


ধলাই ঘাট বিওপি-তে বিএসএফ জওয়ান-র করোনা আক্রান্তের ঘটনায় কমলপুর মহকুমা শুনশান হয়ে পড়েছে৷ মানুষ এখন বাড়িঘর থেকে বের হচ্ছেন৷ করোনা-র আতঙ্কে মহকুমাবাসী কাবু হয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *