অসমে কোভিড-১৯ রোগী বেড়ে ৫৮, সুস্থ ৩৪, মৃত এক, চিকিৎসাধীন ২৩

শিলচর (অসম), ৮ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় আরও দুজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এরা দুজনেই মহিলা। একজনের বয়স ১৬ বছর। বাড়ি শিলচরের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। নতুন দুজনকে নিয়ে কাছাড়ে আক্ৰান্তের সংখ্যা ১১-তে বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার একদিনে পাঁচজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় আতঙ্ক ও উদ্বেগের বাতাবরণ সৃষ্টি হয়েছে কাছাড় জেলায়।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দুবার টুইট করে আক্রান্তের খবর জানান। প্রথমবার ৩.৪৪ মিনিটে  আক্রান্তদের খবর টুইট করে জানিয়েছিলেন, আজ তিনজনের দেহে করোনা ধরা পড়েছে। ফের রাত ৯.৩০ মিনিটে টুইট করে জানান আরও দু জনের দেহে করোনা উপস্থিতি ধরা পড়েছে এবং প্রত্যেকেই আজমির থেকে একই বাসে চড়ে কাছাড়ের শিলচরে এসেছিলেন।

আজকের সর্বশেষ যাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে তাঁরা আজমির থেকে অভিশপ্ত বাসে চড়ে কাছাড়ে এসেছিলেন। বৃহস্পতিবার এই বাসের চার যাত্ৰীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এর আগে একই বাসে শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলির ঠেলামারা কোচগাঁওয়ের বাসিন্দা এক গাড়ি চোর ফরিদুল ইসলামের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাছাড় জেলার সক্রিয় আক্ৰান্ত রয়েছেন ১১ জন এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রাজ্যে করোনা আক্ৰান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। এদের মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। বৰ্তমানে রাজ্যে সক্রিয় আক্ৰান্ত ২৩ জন। হঠাৎ করে কাছাড়ের চিত্র পাল্টে যাওয়ায় জেলাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *