আগরতলা, ৭ মে৷৷ রাজ্যে রান্নার গ্যাসের ভয়াবহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ত্রিপুরা বাল্ক ট্রান্সপোর্টারস এসোসিয়েশন৷ সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শিব প্রসাদ দত্ত এদিন এক প্রেস রিলিজে জানিয়েছেন, নির্দিষ্টসময়ে বুলেট গাড়িগুলি চুড়াইবাড়ি গেইট থেকে রওনা হতে পারছে না৷ আগামী দুইতিন দিনের মধ্যে গেইট দিয়ে আসাম রাজ্যে প্রবেশের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরে না আসলে রাজ্যে রান্নার গ্যাসের প্রবল সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে৷
এছাড়া লকডাউনের পূর্বের আগে ছুটির দিনও প্ল্যান্ট ছিল৷ লকডাউনের পূর্বে ছুটির দিন প্ল্যান্ট বন্ধ থাকার ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠার সম্ভাবনা রয়েছে৷ এই রাজ্যে অসম থেকে প্রবেশের জন্য চুড়াইবাড়ি গেইট একমাত্র প্রবেশ পথ৷ দ্রুত প্রতিটি গাড়ি স্ক্রিনিং এবং অন্যান্য আনুসঙ্গিক ব্যবস্থাদি সম্পন্ন করে বুলেট গাড়ি এবং অন্যান্য এলপিজি গাড়ি ছাড়া না হলে আগামী এক সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে রান্নার গ্যাসার আকাল সৃষ্টি হবে৷