BRAKING NEWS

দুঃস্থদের খাদ্য সামগ্রী বন্টনে বিজেপি বাধা দিচ্ছে, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় একদিকে যখন গোটা দেশের সাথে রাজ্য সরকার তৎপর রয়েছে তখন বিরোধী দল সিপিএম অভিযোগ করেছে শাসক বিজেপি বৈষম্যমূলক আচরণ করছে৷ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি বিরোধী দল সিপিএম সহ অন্যান্য এনজিওর সাথে বৈষম্যমূলক আচরণ করছে৷

তিনি বলেন, বিরোধী দল সিপিএম করোনা প্রভাবিত রাজ্যের গরীব অংশের মানুষকে খাদ্য সমাগ্রী বন্টনের ক্ষেত্রে নানাবিধ বাধার সম্মুখিন হচ্ছে৷ বিশেষ করে চাল ক্রয়ের ক্ষেত্রে এফসিআই অধিক দাম রাখছে৷ যেখানে শাসক দল বিজেপি প্রতি কেজি চাল ১৩টাকা দরে ক্রয় করছে৷ সেখানে সিপিএম সহ অন্যান্য এনডিওগুলিকে ২২ টাকা প্রতি কেজি দরে ক্রয় করতে হচ্ছে৷ এই ব্যাপারে এফসিআই কর্তৃপক্ষও তেমন কোন সদুত্তর দিতে পারছে না৷


গৌতম দাশের আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় বিজেপির ক্যাডার বাহিনী সিপিএম কর্মী সমর্থকদের খাদ্য সামগ্রী বিলি বন্টনে বাধা দিয়ে চলেছে৷ বামুটিয়া, নড়সিংগড় ইত্যাদি জায়গায় আক্রান্ত হচ্ছে সিপিএম নেতৃত্ব৷


তিনি গতকাল অনুষ্ঠেয় সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলির ওপিডি চালু করে সেখানে করোনা টেস্টের ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে৷ সেই সাথে রাজ্যের গরীব অংশের মানুষকে সাড়ে সাত হাজার টাকা করে আগামী তিনমাস রাজ্য সরকার যাতে অনুদান দেয় এবং সেইসাথে সাত কেজি করে চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেল যাতে সরবরাহ করা হয় সেই দাবীও জানানো হয়েছে গতকালের সর্বদলীয় বৈঠকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *