নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ লকডাউন চলাকালে রাজধানী আগরতলা শহর এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে৷ সোমবার রাতে কোন এক সময় রামনগর ৬ নম্বর রোডে চিন্ময় দাসের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়৷
চিন্ময় বাবুর নাতি দীপরাজ রায় এই বাড়িতে থেকে পড়াশুনা করত৷ দীপরাজের বাড়ি খোয়াইয়ে৷ লকডাউনের আগেই দীপরাজ খোয়াই চলে গিয়েছিল৷ মঙ্গলবার সকালে রানগরের স্থানীয় বাসিন্দারা ঘরের দরজা ভাঙা দেখে দীপরাজকে ফোন করেন৷ খবর পেয়ে দীপরাজ এসে দেখে ঘর থেকে ল্যাপটব, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোর৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে আটক কিংবা চুরি যুওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি৷ ঘটনা ঘিরে রামনগর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷