নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সরকারি এবং সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরতদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এখন থেকে ওই সব স্থানে মাস্ক না পরলে জরিমানা করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ত্রিপুরা সরকার৷ প্রথমবার লঙ্ঘন করলে ১০০ টাকা৷ পরবর্তী প্রতিবারের জন্য ২০০ টাকা করে জরিমানা করা হবে৷
এ-বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় সরকার মাস্ক পরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে৷ ত্রিপুরা সরকার সেই নির্দেশ মেনে রাজ্যের সরকারি দফতরে এবং সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরতদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ কিন্তু, এখন আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷
তাঁর কথায়, করোনা-র বিস্তার আটকাতে মাস্ক-এর কোনও বিকল্প নেই৷ তাই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে৷ তিনি বলেন, মুখে আবরণ রাখা জরুরি৷ সে-ক্ষেত্রে মাস্ক কিংবা অন্য কিছু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখলেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যাবে৷ তাই ত্রিপুরা মন্ত্রিসভা আজ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি জানান, অফির্সে করিডোর কিংবা বৈঠকখানা এবং যে কক্ষে অধিক মানুষ বসে কাজ করবেন সেখানে মুখে আবরণ রাখতেই হবে৷ নইলে প্রথম বার আদেশ অমান্য ১০০ টাকা এবং তার পরবর্তীতে প্রতিবারের জন্য ২০০ টাকা করে জরিমানা করা হবে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায় পর্যাপ্ত মাস্ক রয়েছে৷ কোনও দফতরের কর্মচারীদের কাছে মাস্ক না থাকলে এনএইচএম-এর কাছে চাইলে বন্দোবস্ত করে দেবে৷