ওয়াশিংটন, ২৩ এপ্রিল (হি.স.): মার্কিন মুলুকের নাগরিকদের স্বার্থে এবং চাকরি সুরক্ষার স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িকের জন্য আমেরিকায় অভিবাসন (ইমিগ্রেশন) বন্ধ করার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। অর্থাৎ, করোনা-প্রকোপে এমনিতেই বেসামাল অবস্থা আমেরিকার, এমতাবস্থায় কাজের খোঁজে অন্য দেশের কাউকে আমেরিকার মাটিতে পা রাখতে দিতেই চান না ট্রাম্প!
ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতে হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের মার্কিন কর্মীদের সুরক্ষার স্বার্থে, আপাতত আমেরিকায় অভিবাসন (ইমিগ্রেশন) বন্ধ করার নির্বাহী আদেশে সই করেছি।’