বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণা রুখতেই তদন্তে সংবাদপত্র অফিসে পুলিশ যায় : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রাজ্যের নাগরিকরা যাতে কোনও ভাবে বিজ্ঞাপনের ফাঁদে প্রতারিত না হন সে বিষয়ে একটি মামলার তদন্তের স্বার্থেই রাজ্যের একটি প্রভাতি দৈনিক প্রত্রিকা অফিসে পুলিশ যায় বলে মন্তব্য করেছেন বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী৷ আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি সংবাদপত্রের নাম উল্লেখ করেননি৷ রবিবার স্যন্দন পত্রিকা অফিসে পুলিশ তদন্ত নিয়ে রাজ্যে প্রতিক্রিয়া হয়৷ আজ সে সম্পর্কেই বিজেপি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছে৷ মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর তথা সংবাদ মাধ্যমের প্রতি বিশ্বাসী এবং দায়িত্বশীল৷ তিনি জানান, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, তাদের নামে একটি ভূয়া বিজ্ঞাপনের অভিযোগ এনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন ওই প্রভাতি দৈনিকের বিরুদ্ধে৷ সেই মোতাবেক ঘটনার তদন্তে পশ্চিম থানার পুলিশ সংশ্লিষ্ট সংবাদপত্র অফিসে যায়৷ এই ঘটনাকে সাধারণ বলে উল্লেখ করে যেভাবে প্রচার হচ্ছে তা অনভিপ্রেত বলেও মনে করেন তিনি৷


তিনি বলেন, রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি ২০০৯ সশোধিত হয়েছে৷ আইন দপ্তরের অনুমোদনের পর পুনরায় অর্থ দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷ অর্থ দপ্তরের অনুমোদনের পর তা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে৷ তিনি বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী ও শ্রদ্ধাশীল৷ সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি রাজ্য সরকারের সহানুভূতি ও গণতন্ত্রের প্রতি কতটা শ্রদ্ধাশীল তা বুঝাতে গিয়ে তিনি জানান, রাজ্য সরকার সাংবাদিকদের স্বার্থে প্রেস এক্রিডিটেশন রুলস সংশোধন করেছে৷ দুই সাংবাদিক বন্ধু খুন হওয়ার নেপথ্যে কি কারণ তা জানতে রাজ্য সরকার সিবিআই তদন্ত দিয়েছে৷ বড়জলায় এক এককর জমির উপর সাংবাদিকদের জন্য আবাসন তৈরীর উদ্যোগ নিয়েছে৷

আগরতলা প্রেসক্লাব সংস্কারে রাজ্য সরকার ৩২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করেছে৷ সাংবাদিকদের মাসিক পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে৷ সাংবাদিক বিশ্বজিৎ শর্মার চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণ তহবিল থেকে দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ বর্তমান সরকার বিজ্ঞাপন বাবদ বরাদ্দ অর্থ আগের সরকারের তুলনায় অনেক বৃদ্ধি করেছে বলে বিজেপির মুখ্য প্রবক্তা উল্লেখ করে জানান, এক্ষেত্রে ২০২০২-২১ অর্থবর্ষে ১০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে৷ নতুন সরকার ক্ষমতায় এসেই সংবাদপত্রের বিজ্ঞাপনের মূল্য হার বৃদ্ধি করেছে বলেও তিনি উল্লেখ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *