নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ এপ্রিল৷৷ লকডাউন চলাকালীন জঘন্য ঘটনার সাক্ষী হল ত্রিপুরা৷ তবে, সবচেয়ে চিন্তায় ফেলেছে অপরাধীরা৷ সাড়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে এক শিশু ও এক কিশোর মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে জুভেইনাল হোমে পাঠিয়েছে৷
এ-বিষয়ে বাইখোরা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৭ এপ্রিল শান্তিরবাজার মহকুমার লক্ষীছড়া গনিরাম পাড়া এলাকায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকন্যা ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ওই ঘটনায় বাইখোরা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবির্ধি ৩৭৬ এবং পকসো আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তিনি বলেন, অভিযুক্ত একজনের বয়স ১৪ এবং অপরজনের বয়স ৮৷ তাদের গ্রেফতারের পর জুভেইনাল জাস্টিস বোর্ডের কাছে পাঠানো হয়েছে৷
ওই আধিকারিকের কথায়, ধর্ষিতা এবং দুই অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা৷ তদন্ত শুরু হয়েছে৷