BRAKING NEWS

বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ টানা তিন দিন ধরে শিলা বৃষ্টি সহ হাল্কা ও মাঝারি বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সন্মুখিন কৃষকরা৷ রাজ্যের প্রায় সর্বত্র একই অবস্থা৷ রাজধানীর লঙ্কামুড়া এলাকার কৃষকদের মাথায় হাত৷ লঙ্কামুড়া এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷


রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে যে সকল শাক সবজি লক্ষ্য করা যায় তার একটা অংশের যোগান দেয় লঙ্কামুড়া এলাকার কৃষকরা৷ কিন্তু টানা তিন দিনের ফলে সেই সকল কৃষকদের বর্তমানে মাথায় হাত৷ কারন বৃষ্টির ফলে কৃষকদের সবজী ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে৷ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠে৷ লঙ্কা মুড়া এলাকার কৃষকরা জানান বৃষ্টির ফলে তাদের ক্ষেতে থাকা ফুল কপি, টমেটো, ঢেঁড়স, ডাটা, করলা, ধন্যা ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে৷ এমতাবস্থায় বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকরা কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *