BRAKING NEWS

কমল রিভার্স রেপো রেট, নাবার্ডকে বিপুল অর্থের প্যাকেজ : আরবিআই গভর্নর

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): কোভিড-১৯, মারণ এই ভাইরাসের হানায় টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতির। করোনার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতির উপরও। এমন সঙ্কটময় মুহূর্তে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য বিভিন্ন পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া )(আরবিআই)।

শুক্রবার সকাল দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। করোনা পরিস্থিতির মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে যেমন রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আর্থিক প্যাকেজ, রিভার্স রেপো রেট কমানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। এছাড়াও নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, মাইক্রো ফিন্যান্সের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, অপরিবর্তিত থাকছে রেপো রেট। রিভার্স রেপো ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ৪ বেসিস পয়েন্ট থেকে কমে রিভার্স রেপো রেট দাঁড়াল ৩.৭৫ পয়েন্ট। আবাসন শিল্পে ১০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে আরবিআই গভর্নর জানান, এই মুহূর্তে বড় ক্ষতির মুখে গাড়ি শিল্প। বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএমএফ আর্থিক বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা প্রকাশ করেছে। আরবিআই গভর্নর জানান, ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে বেশি। দেশবাসীকে আশ্বস্ত করে শক্তিকান্ত দাস জানান, করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ব্যাঙ্কগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *