BRAKING NEWS

নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন মরিশাসের প্রধানমন্ত্রী

পোর্ট লুইস, ১৬ এপ্রিল (হি.স.):  বিপদের সময় পাশে পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ। বুধবারই ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করোনা প্রতিরোধে ৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও চিকিৎসার আরও কিছু সরঞ্জাম পৌঁছেছে মরিশাসে।এরপরই ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মরিশাসের প্রধানমন্ত্রী।

মারণ করোনার বিরুদ্ধে লড়ছে মরিশাসও। ইতিমধ্যেই সেদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে ভারত বা অন্য দেশগুলির তুলনায় এখনও সংক্রমণ অনেকটাই কম। বৃহস্পতিবার পর্যন্ত মরিশাসে ৩২৪ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই অবস্থায় বুধবারই ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করোনা প্রতিরোধে ৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও চিকিৎসার আরও কিছু সরঞ্জাম পৌঁছেছে মরিশাসে। বন্ধু ভারতের এই সাহায্যে স্বভাবতই খুশি মরিশাস। প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথও ভারতের এই সাহায্যে কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় ব্যাপক সাড়া দিচ্ছে। বিশেষ এই ওষুধের সবচেয়ে বড় উৎপাদক দেশ ভারত। এর আগে আমেরিকা-সহ একাধিক দেশ ভারতের কাছে করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন জানায়। ভারতও দেশের চাহিদার ভাণ্ডার মজুত রেখে বন্ধু দেশগুলিকে এই ওষুধ সরবরাহে সম্মত হয়। আমেরিকা-সহ একাধিক দেশে ইতিমধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *