BRAKING NEWS

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে ফের চিঠি সোনিয়ার

নয়াদিল্লি, ১৩ এপ্রিল(হি.স.): করোনা পরিস্থিতিতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার তিনি দাবি জানান, লকডাউনের সময় দেশের কেউ যেন ক্ষুধার্ত না থাকে । তা নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন তিনমাস জনপ্রতি বিনামূল্যে ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণার ।

দেশে করোনা নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হতে আগেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নির্মাণ শ্রমিকদের আর্থিক প্যাকেজ-সহ বিভিন্ন দাবি জানিয়েছিলেন সোনিয়া। এরপরও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি । আজ আবারও করোনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী। এদিনের চিঠিতে তিনি দাবি জানান, লকডাউনের সময় যেন দেশের কেউ যেন ক্ষুধার্ত না থাকে, তা প্রধানমন্ত্রীকে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি । সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের এপ্রিল থেকে জুন– এই তিনমাস জনপ্রতি বিনামূল্যে ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার ঘোষণারও প্রশংসা করেন তিনি । এদিনের চিঠিতে কেন্দ্রের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোনিয়া লিখেছেন, “আরও তিন মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন তথা এনএফসিএ মেনে জনপ্রতি ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হোক।” তিনি আরও লিখেছেন, “যাঁদের কাছে এনএফসিএ কার্ড নেই তাঁদেরও যেন ছ’মাসের জন্য সেই সুবিধা দেওয়া হয়।”

ভারতের কাছে যে খাদ্যশস্য মজুত আছে তাকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন সোনিয়া। প্রধানমন্ত্রীকে কংগ্রেস সভানেত্রী লিখেছেন, “এর ফলে সকলেরই খাবারের জোগান বজায় থাকবে। অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করার সময় আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন কেউ ক্ষুধার্ত না থাকেন।”

টানা লকডাউনের ফলে দেশে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তাতে বহু মানুষের খাদ্যের অভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সোনিয়া। এমনিতেই কংগ্রেস নেতারা ধারাবাহিক ভাবে কেন্দ্রের কাছে গরিব মানুষের হাতে নগদ দেওয়ার দাবি জানাচ্ছেন। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের আগে টুইট করে প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম আর্জি জানান, যেন গরিব মানুষের জন্য আর্থিক প্যাকেজের দাবি তোলেন মুখ্যমন্ত্রীরা।

উল্লেখ করা যেতে পারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ৫১ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ন’হাজার ৩৫২ জন। এই পরিস্থিতিতে বিনামূল্যে আরও তিনমাস অর্থাৎ মোট ছ’মাস খাদ্যশস্য সরবরাহের দাবি তুললেন সোনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *