নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ এপ্রিল ৷৷ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক যুবক৷ আহত যুবকের নাম অমিত দেববর্মা৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারইলং এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷
জানা যায় একটি পণ্যবাহী লরি বাইসাইকেল আরোহী অমিত দেববর্মাকে ধাক্কা দেয়৷ বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে অমিত দেববর্মা গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা লরিটি আটক করে ভাঙচুর চালান৷ এদিকে খবর পাঠানো হয়৷ দমকল বাহিনীকে দমকল বাহিনীর জওয়ানরা এসে আহত বাইসাইকেল আরোহী অমিত দেববর্মাকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থাপন করা হয়৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷ চালককে থানায় নিয়ে যাওয়া হয়৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷