গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছেন উত্তরপূর্বের প্রথম আক্রান্ত মণিপুরের চিকিৎসক-যুবতী। আজ রবিবার তাঁকে সম্পূর্ণ সুস্থ বলে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন ডাক্তাররা। মণিপুরের মুখ্যমন্ত্ৰী নংথমবাম বীরেন সিংহ তাঁর টুইটার হ্যান্ডলে এই খবর দিয়ে যুবতীর বাড়ি যাওয়ার ফটো আপলোড করেছেন। সঙ্গে করোনা আক্রান্ত চিকিৎসক-যুবতীকে সুস্থ করে তোলার জন্য ভগবান, সংশ্লিষ্ট ডাক্তার, নার্স এবং সকল চিকিৎসা কৰ্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আজ বিকেল ৩:২৩ মিনিটে তাঁর টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভগবনকে ধন্যবাদ। দ্যা জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস)-এর ডাক্তার এবং চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ। মণিপুরের প্ৰথম করোনা আক্ৰান্তকে আজ হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সবাই সুস্থ থাকুন এবং ঘরে থাকুন।’
প্রসঙ্গত, গত ২১ মার্চ পশ্চিম ইমফল জেলার বাসিন্দা যুবতীটি রাজ্যে এসেছিলেন। তিনি ক্যানসারের ওপর গবেষণা করছিলেন লন্ডনের ব্রিসাল ইউনিভার্সিটিতে। তিনি একজন মেডিক্যাল-গবেষক। বাড়ি এসেই তিনি সরাসরি জেএনআইএমএস-এর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের আইসোলেশনে চলে যান। ২৪ মার্চ তিনি করোনায় আক্রান্ত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে গত ২৮ মার্চ তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী এল জয়ন্তকুমার।
মণিপুরে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দ্বিতীয় ব্যক্তির চিকিৎসা চলছে ইমফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে।