লকডাউন : হীরাপুর চা বাগানে খাদ্য সংকট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল ৷৷ বেশ কিছুদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে হীরাছড়া চা-বাগান৷ এরই মধ্যে লকডাউন ঘোষণা করায় পরিস্থিতি আরও সঙ্কটজনক আকার ধারণ করেছে৷ উদ্ভুত পরিস্থিতিতে কৈলাসহরের বিধায়কের আহ্বানে বন্ধ হয়ে যাওয়া চা-বাগানের শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন কৈলাসহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মান্নান৷ রাজ্যে লকডাউনের দিন যতই বৃদ্ধি পাচ্ছে ততোই গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে৷ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এই সঙ্কট দূরীকরণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও সর্বত্র এর সুবিধা এখনো পৌঁছায়নি৷ বিশেষ করে চা-বাগান শ্রমিক ও প্রত্যন্ত এলাকায় উপজাতিরা যাদের অধিকাংশেরই রেশনকার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র নেই তারা সরকারি এই সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পাচ্ছে না৷ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর আবেদন করেছিলেন কৈলাসহরের বিধায়ক মবস্বর আলি৷

বিধায়কের এই আহ্বানে সাড়া দিয়ে কৈলাসহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মান্নান রাজ্যের প্রাচীনতম চা-বাগান হীরাছড়া চা-বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করলেন৷ রাজ্যের প্রাচীনতম চা-বাগান হলেও এই হীরাছড়া চা-বাগানটি বহুবছর ধরে বন্ধ হয়ে আছে৷ লকডাউন শুরু হওয়ার পূর্বেই এই বাগান এলাকায় চা শ্রমিকরা কাজকর্ম না থাকায় দুর্দশাগ্রস্ত অবস্থায় জীবন কাটাচ্ছিল৷

লকডাউন শুরু হওয়ার পর খাদ্য সঙ্কট আরো তীব্র আকার ধারণ করে৷ বিধায়কের আহ্বানে ও আব্দুল মান্নানের আন্তরিক প্রচেষ্টায় হীরাছড়া চা-বাগান এলাকায় বাগান শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *