নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ৫০ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাছাড়া, বিকানিরে চিকিৎসাধীন ত্রিপুরার দুই করোনা ভাইরাসে আক্রান্তের অবস্থা বর্তমানে স্থিতিশীল৷ ত্রিপুরায় তাদের পরিবারের সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু৷
দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ তবে, নিশ্চিন্তের বিষয় হল, এখনও কাউকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি৷ পর্যায়ক্রমে এখন পর্যন্ত ৫০ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁরা সরাসরি দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করেছেন৷ আজ ড় দেবাশিস বসু জানিয়েছেন, নিজামউদ্দিন ফেরতদের খুঁজে বের করা হচ্ছে৷ ওই প্রক্রিয়া জারি রয়েছে৷ তাতে সফলতাও মিলেছে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ জনকে খুঁজে বের করা হয়েছে৷ আরও খোঁজ চলছে৷
তাঁর কথায়, মানুষ নিজে থেকে ধরা দিতে চাইছেন না৷ তবে, ত্রিপুরাবাসীর এটি সচেতনতার জন্য অনেককেই আমরা খুঁজে বের করতে পারছি৷ তিনি বলেন, বাইরে থেকে ত্রিপুরায় এসেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত স্থান সফর করেছেন, এমন তথ্য জানা মাত্রই স্থানীয় জনগণ বিষয়টি প্রশাসনের নজরে আনছেন৷
এদিন তিনি জানান, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ত্রিপুরার দুই নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বিকানিরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে রাজস্থান সরকার জানিয়েছে৷ তিনি বলেন, ওই দুজন বাদে তাদের সাথে অন্যরা করোনা ভাইরাসে আক্রান্তের কোনও রিপোর্ট এখনও আসেনি৷ এতে ধারণা করা হচ্ছে, বাকি ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হননি৷
এদিকে, ত্রিপুরায় ওই ১১ জনের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করা হয়েছে৷ তিনি বলেন, মাঝে কোনও সময় ওই ১১ জন ত্রিপুরায় ফিরেছিলেন কিনা সেই খোঁজ নেওয়া হয়েছে৷ তাছাড়া, বাড়তি সতর্কতা হিসেবে ওই ১১ জনের পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে৷ প্রতিদিন চিকিৎসা কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেবেন৷
এদিকে, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ১৬ জনকে শনিবার ত্রিপুরার কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়েছে৷ তাদের মধ্যে অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা৷ আগরতলার বিটারবন এলাকায় এক পরিচিতের বাড়িতে তাঁরা রয়েছেন৷ এখন তাঁদের পরীক্ষা করা হবে৷ তাঁরা ১১ মার্চ ত্রিপুরায় এসেছেন, জানালেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সিদ্ধার্থ এস জসোয়াল৷
এদিন তিনি বলেন, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী কয়েকজন ত্রিপুরায় অবস্থান করছেন খবর পেয়েই আমরা অভিযানে নামি৷ তাঁরা বিটারবনে একটি বাড়িতে থাকতেন৷ ত্রিপুরায় বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন তাঁরা৷ সিদ্ধার্থ এস জসোয়াল জানান, তাঁরা আগেই বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন৷ কিন্তু নিজামউদ্দিন থেকে আসায় এখন তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷
তিনি বলেন, এই ১৬ জনের প্রত্যেকেই দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করেছেন৷ তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ কিন্তু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হচ্ছে৷ তাঁদের নমুনাও পরীক্ষা করা হবে, জানান তিনি৷