নয়াদিল্লি, ১ এপ্রিল (হি. স.) : করোনা মোকাবিলার জেরে গোটা দেশে লক ডাউন চলছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছে পরিযায়ী শ্রমিকেরা। সামাজিক, মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছে এই সকল শ্রমিকেরা। এই মানসিক বোঝার থেকে উদ্ধার করা উচিত তাদের বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী লক ডাউনের ঘোষণা করেন। ফলে বাস ও রেল পরিষেবা বন্ধ হয়ে যায়।তার জেরে দিল্লিতে থাকা পরিযায়ী শ্রমিকরা চরম দুর্ভোগের মুখে পড়ে। ফলে কার্যত পায়ে হেঁটেই বিহার ও উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় তারা। শ্রমিকদের মনে কাজ হারানো ও অনিশ্চিত চিন্তা বিরাজ করছে বলে চিঠিতে বলা হয হয়েছে। শোষনের শিকার হওয়ার পাশাপশি স্থানীয়দের তরফে তাদের উদ্দেশ্যে ধেয়ে এসেছে টিপ্পনী। এমন পরিস্থিতিতে তাদের সামাজিক সুরক্ষা দেওয়াটা একান্ত প্রয়োজন। এই মানসিক আঘাত থেকে তাদের বের করে আনতে হবে। স্থানীয় বাসিন্দাদের উচিত এদের প্রতি নিজের দায়বদ্ধতা দেখানো।