BRAKING NEWS

করোনা মোকাবিলায় কেন্দ্রের গাফিলতি নিয়ে সরব পি চিদম্বরম

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি কেন্দ্র বলে দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম।

গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমপক্ষে  ১১০। এমন পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করা উচিত কেন্দ্রের। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সার্ক ও জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতেই পারেন। কিন্তু তার থেকে জরুরি হচ্ছে দেশের অন্দরে বিভিন্ন প্রশাসনিক এবং সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা করা। এই মুহূর্তে কঠোর, দৃঢ় ও নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়া উচিত কেন্দ্রের।

বর্তমানে করোনা মোকাবিলায় কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারগুলি যে এগিয়ে রয়েছে এমন দাবি করে তিনি বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্রের তুলনায় এগিয়ে রয়েছে রাজ্যগুলি। রাজ্য সরকার করোনা মোকাবিলায় অনেক ভাল এবং সাহসী পদক্ষেপ অবলম্বন করেছে। ফলে রাজ্যগুলির সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। প্রধানমন্ত্রী এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠক হওয়াটা জরুরি। রাজ্যের কার্যপদ্ধতি অবলম্বন করা উচিত কেন্দ্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *