এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে কংগ্রেস এসসি শাখার সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷৷ এনআরসি, সিএএ এবং এনপিআরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলায় টিবি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, কংগ্রেস নেতা সুবল ভৌমিক, তাপস দে প্রমুখ৷ সেমিনারে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন নেতৃবৃন্দ৷

সেমিনার থেকে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচিও গ্রহণ করা হয়৷
বিজেপির নেতৃত্বাধীন সরকার তপশীলি অংশের মানুষের কল্যাণ চায় না বলে অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা অক্ষয় কুমার৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের কার্যকলাপের মধ্য দিয়েই এর প্রমাণ মিলে বলেও তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস দল তপশীলি অংশের কল্যাণে কাজ করে বলেও তিনি দাবি করেন৷ মঙ্গলবার এসসি ডিপার্টমেন্টের সেমিনার শেষে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷