নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : নাথুরাম গোডসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টানার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিন্দায় মুখর হলেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমহা রাও। রাহুল গান্ধীকে বিচ্ছিন্নতাকামী শক্তির সপক্ষে দাঁড়িয়ে রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিভিএল নরসিমহা রাও জানিয়েছেন, সবাই জানে রাহুল গান্ধী বিচ্ছিন্নতাকামী শক্তির পক্ষে সর্বদা সওয়াল করে এসেছে। শার্জিল ইমাম, উমর খালিদদের সমর্থন করেছেন রাহুল গান্ধী। এমনকি হাফিজ সইদ, বুরহান ওয়ানি, ইমরান খানকে সমর্থন করেছেন ওয়ানাডের সাংসদ। রাহুল গান্ধীর এমন কার্যকলাপের তালিকা শেষ হবে না।
বর্ষীয়ান এই বিজেপি নেতার দাবি, ভারতকে যারা ভাঙতে চাইছে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। নিলর্জ্জের মতো এমন কিছু গুণাগুণ রাহুল গান্ধী রপ্ত করেছেন যা দেশদ্রোহিতার সমান।