নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : প্রশান্ত কিশোরকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অমিত শাহের কথায় প্রশান্ত কিশোরকে জেডিইউ-তে নিয়েছি বলে দাবি করলেন তিনি।
মঙ্গলবার নীতীশ কুমার জানিয়েছেন, ‘কেউ চিঠি বা ট্যুইট করতেই পারে। যে যতক্ষণ ইচ্ছা দলে থাকতেই পারে। ইচ্ছা থাকলে চলে যেতেও পারে। অমিত শাহের কথাতেই তাঁকে(প্রশান্ত কিশোর) দলে নেওয়া হয়েছিল।’
উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে দলীয় নীতির সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে প্রশান্ত কিশোর। প্রকাশ্যে এই আইনের বিরোধিতা করেছিলেন। এই নিয়ে নীতিশের সঙ্গে তাঁর দূরত্বও বাড়তে থাকে। জেডিইউতে যোগ দেওয়ার বিজেপির নির্বাচনী কৌশলকারী হিসেবেও কাজ করেছিল। ২০১৪ সালে বিজেপির বিপুল জয়ের পেছনে প্রধান কারিগড় ছিলেন তিনি।