নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় চোরের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে৷ শহর এলাকার বড়দোয়ালিতে রবিবার রাতে একটি দোকনে দুসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ শাটার কেটে চোরের দল দোকানে ঢুকে প্রচুর সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ সোমবার সকালে বিষয়টি স্থানীয় মানুষের নজরেআসে৷ খবর পেয়ে দোকান মালিক ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশকে৷ উল্লেখ্য, গত ১ মাসে ওই এলাকার বারটি দোকানে পরপর চুরির ঘটনা ঘটেছে৷ এসব বিষয় নিয়ে এলাকার ব্যবসায়ীরা থানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশানও দিয়েছেন৷ কিন্তু কর্মী স্বল্পতার অজুহাত দেখিয়ে এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ এ ধরনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
খোদ রাজধানী আগরতলা শহর এলাকায় এ ধরনের চুরির ঘটনা পুলিশের অস্তিত্বকেও প্রশ্ণ সঙ্কটে ফেলে দিয়েছে৷ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কর্মস্বল্পতার অজুহাত দেখিয়ে পুলিশ দায় এড়ানোর কৌশল নিচ্ছে৷ পুলিশ সক্রিয় হলে চুরির ঘটনা অনাহারেই বন্ধ করা সম্ভব হবে৷ পুলিশ দায়িত্ব পালনের বদলে এলাকার ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা করতে পরামর্শ দিচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা৷ উদ্বুত পরিস্থিতিতে দোকান ও সম্পদ রক্ষার তাগিদে ব্যবসায়ীরা জরুরী বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন৷ তারা রাত জেগে পাহারা দিয়ে সম্পদ রক্ষা করতেই উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে৷ শুধু বড়দোয়ালিতেই নয় অন্যান্য এলাকাতেও এ ধরনের চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷
এদিকে, রামনগর ৮নং রোডে গাঙ্গাইল রোড সংলগ্ণ এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে৷ তিন লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে বাড়ির মালিক ডক্টর অর্জুন দাস জানান৷ সপরিবারে তারা মেলাঘর গিয়েছিলেন৷ সোমবার সকালে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন বাড়িতে এই দুঃসাহসিক চুুরির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরিবারের লোকজনদের আশঙ্কা স্থানীয় কোন চক্র এই ঘটনায় জড়িত রয়েছে৷