আগরতলা, ২৫ জানুয়ারি (হিঃসঃ)৷৷ ওপার বাংলা থেকে ত্রিপুরায় এবং ত্রিপুরা থেকে বাংলাদেশে মানুষের যাতায়াত বেড়েছে৷ স্বাভাবিকভাবে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ইমিগ্রেশন ভিড় প্রতিদিনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই, যাত্রী ভিড় এড়াতে এবং মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব বুঝে নেবে৷ এতে ইমিগ্রেশনে সময় কম লাগবে বলে দাবি করেছেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র৷
তাঁর আশ্বাস, এক মাসের মধ্যে ওই সমস্যার স্থায়ী সমাধান হবে৷ সাথে তিনি যোগ করেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আমদানিকৃত বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষার জন্যও স্থায়ী সমাধান করা হবে৷ তাঁর দাবি, অ্যানিম্যাল কোয়ারেন্টাইন স্থায়ী অফিস পুরো উদ্যমে চালু করার জন্য কৃষি মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবেন৷
ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নয়া দায়িত্ব পেয়েছেন আদিত্য মিশ্র৷ শনিবার তিনি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ঘুরে দেখেছেন৷ আইসিপি-র ম্যানেজার দেবাশিস নন্দি তাঁকে বিভিন্ন কাজকর্ম ঘুরিয়ে দেখিয়েছেন৷ সাথে তিনি আইসিপি-র আরও উন্নয়নে সবিস্তারে বৈঠক করেছেন৷
তিনি বলেন, ত্রিপুরায় আরও দুটি স্থানে আইসিপি স্থাপনের কাজ চলছে৷ শ্রীমন্তপুর এবং সাবরুমে আইসিপি স্থাপন করা হবে৷ তাঁর কথায়, শ্রীমন্তপুর-এ ল্যান্ড কাস্টম স্টেশন থেকে আইসিপি-তে উন্নীত করার কাজ চলছে৷ তাঁর দাবি, এক মাসের মধ্যে শ্রীমন্তপুর আইসিপি তৈরি হয়ে যাবে৷
আদিত্য মিশ্র বলেন, আইসিপিগুলিতে পরিষেবা আরও উন্নত করার চিন্তাভাবনা চলছে৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে৷ বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলি সমাধানের পথ খুঁজে বের করা হয়েছেঊ তাঁর বক্তব্য, শ্রীমন্তপুরে যাত্রী সমাগম এবং বাণিজ্য দুটোই হচ্ছে৷ স্বাভাবিকভাবে আইসিপি-তে পরিষেবা উন্নয়নের প্রশ্ণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে আজ তিনি আগরতলা আইসিপি ঘুরে দেখেছেন৷ কভার ড্রেন নির্মাণ-সহ কাফেটারিয়া ইত্যাদির নির্মাণ কাজের স্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি৷ আদিত্য মিশ্র বলেন, আপাতত আগরতলা আইসিপি-তে বড় তেমন সমস্যা নেইঊ তবে, ছোটখাটো কিছু সমস্যা রয়েছে, তা সহজেই সমাধান করে হবে৷ তিনি স্বীকার করেছেন, আগরতলা আইসিপি-তে ইমিগ্রেশনে সমস্যা হচ্ছেঊ তাই, ব্যুরো অব ইমিগ্রেশন শীঘ্রই দায়িত্ব বুঝে নেবে৷ তিনি বলেন, ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নিলে ইমিগ্রেশনের জন্য কাউন্টার বাড়বে৷ এতে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে নাঊ মূলত, ত্রিপুরায় আগরতলা আইসিপি দিয়ে মানুষের যাতায়াত ইদানী প্রচণ্ড বেড়েছে৷ এখন ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আইসিপি-তে ইমিগ্রেশনের দায়িত্ব সামলাচ্ছে৷ কিন্ত, কর্মী স্বল্পতা এবং পরিকাঠামোর অভাবে বহু যাত্রী ইমিগ্রেশনে ভোগান্তির শিকার হন৷ ধারণা করা হচ্ছে, ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নিলে ওই সমস্যার স্থায়ী সমাধান হবে৷
অন্যদিকে, খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষার জন্যও অ্যানিম্যাল কোয়ারেন্টাইন পুরো উদ্যমে আগরতলা আইসিপি-তে চালু করা হবে, দাবি করেন আদিত্য মিশ্র৷ তাঁর কথায়, অ্যানিম্যাল কোয়ারেন্টাইন-এর আগরতলা অফিসের পরিকাঠামো বৃদ্ধি করা হবে৷ তাছাড়া, স্থায়ীভাবে ওই অফিস কাজ করার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে৷ দিল্লি ফিরে গিয়ে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন৷
মূলত আগরতলায় অ্যানিম্যাল কোয়ারেন্টাইন-এর স্থায়ী অফিস না থাকায় বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে না৷ ধারণা করা হচ্ছে, ওই সমস্যারও স্থায়ী সমাধান হতে চলেছে৷