নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারি৷৷ বৃহষ্পতিবার গভির রাতে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বাজার এলাকার পেট্রল পাম্প সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতিয় সড়কের লাগোয়া নেতাজী মুর্তির পাশে এক চা বাগান এলাকার যুবকের ঝুলন্ত মৃতদেহ আবিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ণ চিহ্ণ বিরাজ করছে৷
অনেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে অভিহিত করলেও একাংশের মতে এটা পরিকল্পিত খুন৷ এমন খবরে প্রশাসনের টনক নড়লে শেষে তদন্তে নামেন সদর ডিএসপি শুধন্য শুক্লবৈদ্য৷শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দিয়েছে পাথারকান্দি পুলিশ৷
জানা গেছে বৃহষ্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এক পথিকের নজরে পড়ে সড়কের পাশের বিশেষ অনুষ্টানের জন্য নির্মিয়মান এক বাঁশের গেটের মধ্যে গলায় পাটের সুঁতলি বেঁধে এক যুবকের দেহ ঝুলছে৷তিনি বিষয়টি তড়িঘড়ি স্থানীয় বিশিষ্ট জনগনকে অবগত করালে মাঠে নামেন তারা৷পরে খবর দেওয়া হয় পুলিশে৷খবর পেয়ে মুহুত্বের মধ্যে পাতারকান্দি থানার ওসি ঘনকান্ত ভূঁইয়া দলবল নিয়ে তদন্তে নেমে প্রাথমিক তদন্তের পর কোনও ক্লু না পেয়ে পরে খবর দেন করিমগঞ্জ জেলা প্রশাসনকে৷এমন খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে আসেন সদর ডিএসপি৷উক্ত রাতেই মৃতদেহ উদ্ধার করে প্রশাসন৷এ সংবাদ লেখা পর্য্যন্ত পুলিশি তদন্ত অব্যাহত থাকলেও এ কান্ডের রহস্য জট প্রকাশ্য বেরিয়ে আসার খবর নেই৷
জানা গেছে মৃত অবিবাহিত যুবকের নাম কুন্দন রাজভর(২৫)পিতার নাম বিক্রম রাজভর৷বাড়ি স্থানীয় পুতনি ষোলফুট এলাকায়৷উল্লেখ্য যে মৃত যুবকটি গত কয়মাস ধরে পাথারকান্দির এক মৃতশিল্পালয়ে প্রতিমার রংয়ের কাজ করত বলে জানা গেছে৷এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল রহস্য উন্মোচন হবে৷পাশাপাশি পাতারকান্দি থানার পুলিশ পাশের পেট্রল পাম্পে থাকা সিসি ক্যামেরাও ফুটেজও খতিয়ে দেখছে৷