শুধুমাত্র ওয়াইফাই নয়, দিল্লিতে ব্যাটারি চার্জিংও বিনামূল্যে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): ভোটের দিন এগিয়ে আসতেই বাড়ছে সংঘাত| চলছে  বাকযুদ্ধ| বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘কেজরিওয়াল জি আপনি বলেছিলেন সমগ্র দিল্লিতেই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করবেন| আমি রাস্তায় ওয়াইফাই খুঁজতে খুঁজতে আসছিলাম, ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে কিন্তু ওয়াইফাই খুঁজে পাইনি|’ অমিত শাহের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে খুব বেশি সময় নেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল|

শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘স্যার, বিনামূল্যে ওয়াইফাই-এর পাশাপাশি বিনামূল্যে চার্জিংয়েরও ব্যবস্থা করেছি আমরা|’ কেজরিওয়াল আরও লিখেছেন, ‘দিল্লিতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যেই|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *