পাটনা, ২২ জানুয়ারি (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব| নীতীশকে তীব্র আক্রমণ করে বুধবার লালু-পুত্র তেজস্বী যাদব নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার|’ তেজস্বীর টুইট, ‘মন্দির-মসজিদ এবং হিন্দু-মুসলমানের চেয়ে বড় সমস্যা হল কর্মসংস্থান| শিক্ষা-স্বাস্থ্য এবং স্কুল-হাসপাতালও সর্বাগ্রে| কিন্তু, নীতীশ কুমার সরকার বিহারকে বেকারত্বের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন|’
টুইটারে তেজস্বী যাদব লিখেছেন, দেশে বেকারত্বের হার ৭.৫ শতাংশে পৌঁছে গিয়েছে| উচ্চশিক্ষিত ৬০ শতাংশ যুবক বেকার| বিগত ৪৫ বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ বেকারত্বের শিকার বিহার| বিহারে মন্দির-মসজিদ এবং হিন্দু-মুসলিমের থেকেও বড় সমস্যা হল কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য এবং স্কুল-হাসপাতাল| সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই, শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে রয়েছে| ফলস্বরূপ, বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার|