শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস-দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| এবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম আদিল| প্রাক্তন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) আদিল ২০১৮ সালে পুলিশ বাহিনী ত্যাগ করে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল| তত্কালীন বিধায়ক ওয়াচ্চি আইজাজ আহমেদ মীরের বাসভবন থেকে সাতটি একে ৪৭ রাইফেল লুট করে পালিয়েছিল আদিল আহমেদ| অপর দু’জন হিজবুল সন্ত্রাসবাদীর নাম-হিজবুল মুজাহিদিন কম্যান্ডার ওয়াসিম আহমেদ ওয়ানি এবং জাহাঙ্গির|
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার ওয়াচ্চি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে বলেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা| কিন্তু, আত্মসমর্পণ করার পরিবর্তে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে| তখনই পাল্টা গুলি চালান জওয়ানরা| এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন হিজবুল মুজাহিদিন জঙ্গি|
জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘সোমবার শোপিয়ান এনকাউন্টারে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে| একজনের নাম হিজবুল কম্যান্ডার ওয়াসিম আহমেদ ওয়ানি, ২০১৭ সাল থেকে সক্রিয় ছিল ওয়াসিম এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ সন্ত্রাসবাদীদের মধ্যে একজন ছিল| ওয়াসিমের বিরুদ্ধে ১৯টি এফআইআর রয়েছে, এছাড়াও ৪ জন সাধারণ নাগরিক এবং ৪ জন পুলিশ কর্মী হত্যা মামলায় জড়িত ছিল ওয়াসিম|’ ডিজিপি আরও জানিয়েছেন, দ্বিতীয় ও তৃতীয় সন্ত্রাসবাদীদের নাম-আদিল শেখ এবং জাহাঙ্গির|