নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : তখনই সন্তুষ্ট হব যখন ফেব্রুয়ারির ১ তারিখ দোষীরা ফাঁসির দড়িতে ঝুলবে। মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার করা দোষীদের অন্যতম পবন কুমার গুপ্তর আর্জি শীর্ষ আদালতে খারিজ হওয়ার পর সোমবার এমনই মন্তব্য করেন নির্ভয়ার মা আশাদেবী |
২০১২ সালে দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল দোষী পবন কুমার গুপ্তা। এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী। পবন কুমারের আইনজীবী স্কুলের যে নথি আদালতে জমা দেন, সেই নথি অনুযায়ী পবনের জন্ম ৮ অক্টোবর, ১৯৯৬। কিন্তু সেই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট। এরপরেই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী, অশোক ভূষণ ও এ এস বোপান্নার বেঞ্চে এই আবেদনের শুনানি হয় | এদিনের শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা তার আর্জি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা খারিজ করে দেন |
তার পরেই নির্ভয়ার মা আশাদেবী বলেন, ‘‘ওদের ফাঁসি পিছিয়ে দেওয়ার কৌশল খারিজ হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হলে শান্তি পাব আমি। যে ভাবে একের পর এক বাধা সৃষ্টি করে ফাঁসি পিছনোর কৌশল করছে, তাতে এক এক করেই ফাঁসিতে ঝোলানো উচিত ওদের, যাতে আইনের সঙ্গে খেলার ফল কি বুঝতে পারে।’’