আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : জেলের শৌচালয়ে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী। তাঁকে আজ জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাদল চৌধুরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। কেন তিনি পড়ে গেলেন তাঁর শারীরিক পরীক্ষা দেখা হবে অন্য কোন সমস্যা রয়েছে কিনা। তবে, আপাতত তিনি বিপদমুক্ত।
পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। কারণ, দায়রা আদালত এবং ত্রিপুরা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। বাদলবাবুর স্ত্রী নমিতা গোপ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তবুও তাঁকে জামিন দেওয়া হয়নি।
জেল সূত্রে খবর, গতকাল রাতে শৌচালয়ে গিয়ে পড়ে যান বাদল চৌধুরী। আজ সকালে জেল কর্তৃপক্ষ তাঁকে জি ভি হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে তাঁর স্ত্রী নমিতা গোপ, তাঁর ভাই ডাঃ অজিত চৌধুরী হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শৌচালয়ে পড়ে গিয়ে বাদলবাবু বাম হাতে চোট পেয়েছেন। তাঁর হাতের ক্স-রে করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাত ভাঙেনি। তবে, তিনি পড়ে গেলেন কেন, তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, বাদলবাবু বর্তমানে সুস্থই আছেন। তবে, চিকিৎসকদের নজরদারিতে তাঁকে রাখা হয়েছে। বর্তমানে তিনি জি বি হাসপাতালের ২০ নম্বর কেবিনে ভর্তি আছেন।
প্রসঙ্গত, আগামী ২১ জানুয়ারি বাদল চৌধুরীকে পুনরায় আদালতে তোলা হবে। এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি জেল হেফাজতে তাঁর ৯০ দিন পূরণ হচ্ছে। আগামীকাল বাদল চৌধুরীর আইনজীবী আদালতে পুনরায় জামিনের আবেদন জানাবেন।