নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ সংবিধানের ১২৫তম সংশোধনের চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ মূলত, এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তাই, আগামী সোমবার গুয়াহাটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের জনজাতি নেতা এবং জনজাতি ভিত্তিক স্বেচ্ছা সেবী সংগঠনের সাথে বৈঠক করবে৷ ওই বৈঠকে এডিসি’র অধিক ক্ষমতায়ন নিয়ে সংসদীয় কমিটি মতামত সংগ্রহ করবে৷ এদিকে আজ মেঘালয়ে তিনটি স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধি সহ ২৭টি জনজাতির সংস্থার সাথে ৫ সদস্যক সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক করেছে৷ রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বে ওই কমিটি তাদের কাছ থেকে এডিসি’র অধিক ক্ষমতায়নে মতামত সংগ্রহ করেছে৷ সোমবার গুয়াহাটিতে বৈঠকের মেঘালয় ছাড়া বাকি ৭টি রাজ্যের জনজাতি প্রতিনিধিরা অংশ নেবেন৷
এ বিষয়ে রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা বলেন, দীর্ঘ সময় ধরে এডিসি’র অধিক ক্ষমতায়নের দাবি জানানো হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে সংবিধানের সংশোধনের চিন্তা ভাবনা করছে৷ তাই, আগামী সোমবার গুয়াহাটিতে সংসদীয় স্থায়ী কমিটির সাথে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি নেতারা ওই বৈঠকে অংশ নেবেন৷ তিনি বলেন, দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বদের সাথে নিয়ে আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মার নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেবেন৷ রাজ্যের পরিস্থিতির নিরিখে এডিসি’র অধিক ক্ষমতায়নে তাঁরা মতামত পেশ করবেন৷ এদিকে, আইএনপিটি’র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ জেএমএসিএএ’র সদস্যরা ওই বৈঠকে অংশ নেবেন৷
আজ মেঘালয়ে সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি এডিসি’র অধিক ক্ষমতায়নে মতামত সংগ্রহ করেছে৷ শ্রী শর্মা বলেন, আজ আমরা বিভিন্ন জনজাতি সংস্থা এবং শ্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিদের কাছ থেকে এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংসদ সংশোধনে মতামত সংগ্রহ করেছি৷ সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত বৈঠকে আরও মতামত সংগ্রহ করা হবে৷ তিনি জানান, আগামী মার্চে সংসদে এই কমিটি সংবিধান সংশোধনে প্রাপ্ত মতামতের ভিত্তিতে রিপোর্ট পেশ করবে৷