নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জীবনবোধই পারে বিশ্বকে ঘৃণা, হিংসা, সংঘর্ষ, সন্ত্রাসবাদ থেকে মুক্তি দিতে বলে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেরলের কোঝিকোড় আইআইএমের এমডিসি কমপ্লেক্সে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, গোটা বিশ্ব এখন ভিত্তিহীন ঘৃণা, হিংসা, দ্বন্দ্ব, সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে চাইছে। এমন পরিস্থিতিতে ভারতীয় জীবনবোধই আশার আলোর দেখাচ্ছে। দ্বন্দ্ব দূর করার জন্য হিংসা বা পেশি শক্তির প্রদর্শন নয়।
আলাপচারিতার মধ্যে দিয়েই সমস্যার সমাধান রয়েছে। ভারতের চেতনা ও মননশীলতা গোটা বিশ্বকে অনেক কিছু দিয়েছে এবং আগামীদিনেও অনেক জিনিস দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে সকল সমস্যা জর্জরিত গোটা বিশ্ব সেই সকল সমস্যার সমাধান ভারতের দর্শনের মাধ্যমে করা সম্ভব। ভারতীয় দর্শন সর্বব্যাপী এবং বৈচিত্রে ভরা।
ক্রমাগত তা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। পশ্চিমী সংবিধানে মহিলাদের ভোটাধিকার অনেক দেরিতে দিয়েছে। কিন্তু ভারতীয় সংবিধান প্রথম দিন থেকেই, তা দিয়ে এসেছে।