ত্রিপুরায় আরেক বরখাস্ত পাম্প অপারেটরকে ১৫ দিনের মধ্যে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় আরেক বরখাস্ত পাম্প অপারেটরকে ১৫ দিনের মধ্যে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। আজ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তালপাত্র এই রায় দিয়েছেন।

এ-বিষয়ে আইনজীবী বিপ্লব দেবনাথ বলেন, খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের অধীন লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের পাম্প অপারেটর তপন বিশ্বাসকে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের সুপারিশে বরখাস্ত করা হয়েছিল। ২০১১৯ সালের ১ ডিসেম্বর এক চিঠি দিয়ে তাকে বরখাস্তের পাশাপাশি প্রীতম চক্রবতীকে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। তিনি জানান, পঞ্চায়েত সচিব তার বাড়িতে গিয়ে সাদা কাগজে সই নিয়ে পাম্প হাউসের চাবি নিজের হেফাজতে নিয়েছিলেন। এরপর তিনি জানতে পারেন তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। বিপ্লববাবু বলেন, তাঁর মক্কেল ১২ বছর ধরে পাঁ অপারেটরের কাজ করছেন। ওই পদক্ষেপের বিরোধিতায় তপন বিশ্বাস ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলেন, বলেন আইনজীবী বিপ্লব দেবনাথ।

তিনি বলেন, আজ ওই মামলায় চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা হয়েছে। বিচারপতি সুভাশিষ তালপাত্র তপন বিশ্বাসের পক্ষে রায় দিয়েছেন। বিপ্লব বাবু জানান, তাঁর মক্কেল তপন বিশ্বাস-কে ১৫ দিনের মধ্যে পাম্প অপারেটর পদে পুনর্বহালের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। সাথে, প্রীতম চক্রবর্তীর নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিপ্লববাবুর কথায়, ত্রিপুরা হাইকোর্ট পাম্প অপারেটর বারখাস্তে প্রধান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। গতকালও ত্রিপুরা হাইকোর্ট এক পাম্প অপারেটরকে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *