আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শাসক জোট আইপিএফটি-র পুরুষ কর্মীদের অর্ধ নগ্ন হয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ তাতে নয়া সংযোজন, মাথা ন্যাড়া করে অর্ধ নগ্ন হয়ে মিছিলে হাঁটলেন তাঁরা। অবশ্য, নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা এবং এনআরসি চালুর দাবির সাথে পৃথক রাজ্যের স্লোগান শরীরে এঁকেছেন ওই কর্মীরা। স্বাভাবিকভাবেই, আইপিএফটি-র শান্তিপূর্ণ আন্দোলন ক্রমেই অশান্ত হয়ে উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।
গত ৬ জানুয়ারি থেকে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সদর খুমূলুঙ-এ অনির্দিষ্টকালের গন-অবস্থান শুরু করেছে আইপিএফটি। দিন যত গড়িয়েছে শান্তিপূর্ণ ওই আন্দোলন ক্রমেই রূপ বদল করতে শুরু করেছে। ত্রিপুরায় এখন কনকনে ঠান্ডা পড়েছে। অথচ, ওই ঠান্ডায় আইপিএফটি কর্মীরা অর্ধ নগ্ন হয়ে আন্দোলন জারি রেখেছেন।
আজ খুমূলুঙ-এ মিছিল শুরু হওয়ার আগে কয়েকজন কর্মী মাথা ন্যাড়া করেন। গন-অবস্থানস্থলেই তাঁরা মাথা ন্যাড়া করেন। সাথে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা, ত্রিপুরায় এনআরসি চালু এবং পৃথক রাজ্য গঠনের স্লোগান সারা শরীরে এঁকে নেন।
এ-বিষয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, প্রতিবাদের অংশ হিসেবেই দলীয় কর্মীরা আজ মাথা ন্যাড়া করেছেন। তাঁর দাবি, জনজাতি কল্যানে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রামের পথ ছাড়বো না আমরা, বলেন তিনি।