দিল্লির উত্তম নগরে বাড়িতে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ জন

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড| এবার আগুন লাগল দিল্লির উত্তম নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে| অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন সদস্য| তাঁদের মধ্যে ১৪ বছরের একটি মেয়েও রয়েছে| দগ্ধ অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও দমকল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত বারোটা নাগাদ দিল্লির উত্তম নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি ওই বাড়ি থেকে ৪ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়| পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| দমকল অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৪ জন| তাঁদের নাম হল-আরতি (১৪), রাজিন্দর (৪০), পাপ্পু (৪২) এবং বাৱু লাল (২৫)| প্রত্যেককে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ১৪ বছর বয়সি বালিকার শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছে, রাজিন্দরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে| এছাড়াও পাপ্পুর শরীরের ২৫ শতাংশ এবং বাৱু লালে শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *