লখনউ, ১১ জানুয়ারি (হি.স.) : জাতীয় স্বার্থ নিয়ে খেলা করছে কংগ্রেস। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে এমনই ভাষায় কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)। এই আইনের বিরোধিতায় সরব হয়েছে আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস। শনিবার কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আত্মসম্মান ও মর্যাদাবোধের সঙ্গে এগিয়ে চলেছে ভারত। কোনও ধর্ম এবং জাতের বিরুদ্ধে এই আইন নয়। জাতীয় স্বার্থ নিয়ে খেলা করছে কংগ্রেস। তোষণের রাজনীতি করে সংবিধানের কন্ঠরোধ করছে কংগ্রেস।
তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া নেহেরু-লিয়াকত চুক্তি ভারত পালন করলেও পাকিস্তান পালন করেনি। ফলে ভারতে মুসলমান জনসংখ্যা ছয় থেকে সাতগুণ বেড়েছে। কিন্তু পাকিস্তানে কমেছে।