চন্ডীগড়, ১০ জানুয়ারি (হি.স.) : ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিনজন পাকিস্তানি হ্যান্ডেলারকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্ত জানিয়েছেন, ওই তিন ব্যাক্তি পাকিস্তানের পাঠানো ড্রোন ছিল যা বর্তমান সময়ের অস্ত্র বহনের একটি নতুন উপায়”। পুলিশ দুটি ড্রোন উদ্ধার করেছে। একটি ভারত-পাকিস্তান সীমান্তের টার্ন তারান সাহিব অঞ্চল থেকে অন্যটি হরিয়ানার কার্নাল অঞ্চল থেকে। শুক্রবার দুটি ড্রোনের পাশাপাশি বাক্স ভর্তি অস্ত্র, দুটি ওয়াকি-টকি এবং ছয় লাখ টাকা উদ্ধার করেছে। এদিনের ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
এছাড়াও আরও লোকজনদের যুক্ত আছে এমন সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। সম্প্রতি গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশকে ভারতে নাশকতামূলক কাজ করার জন্য আর্থিক সাহায্য করছে পাকিস্তান। পাশাপাশি ভারতে জঙ্গিমূলক কার্যকলাপের জন্য পাকিস্তানের ইন্টার-সার্ভিস-ইন্ট্যালিজেন্স রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তেমনই বিস্ফোরক তথ্য দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।