নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাককে করমুক্ত ঘোষণা করল কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সরকার।
বৃহস্পতিবার নিজের ট্যুইটবার্তায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কলন নাথ লিখেছেন, ছবিটি ইতিবাচক বার্তা দিয়েছে। সমাজে বেঁচে থাকার জন্য অ্যাসিড আক্রান্ত নির্যাতিতার সংগ্রাম, আশা, দৃঢ়তা, বেঁচে থাকার গল্প বলা হয়েছে। সমাজে মানসিকতার পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে। তাই মধ্যপ্রদেশে এটিকে করমুক্ত করা হল।
এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দফতর থেকেও ট্যুইট করে একই ঘোষণা করা হয়। নিজের ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানিয়েছেন, অ্যাসিড হামলার মতো জঘন্যতম অপরাধ নিয়ে সচেতনতা বাড়াতে ছবিটি বানানো হয়েছে। সেই কারণেই ছবিটিকে করমুক্ত করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে জেএনইউ পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপরেই বিতর্ক তৈরি হয়। বিশেষজ্ঞ মহলের মতে ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এমন পদক্ষেপ। এদিন সোশ্যাল মিডিয়ায় দীপিকার ছবি বয়কটের ডাক দেয় নেটিজেনরা।