পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা ৮ জানুয়ারি৷৷ মর্মান্তিক পথ দুঘর্টনায় বাড়ি ফেলা হলো না কিশোরীর৷ অন্যদিকে, বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন৷

বাবার সাথে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরীর৷ পুলিশ জানিয়েছে, আজ আমতলিতে বাইকের ধাক্কায় সম্পা সরকারের (১৮) মৃত্যু হয়েছে৷ বাবা স্বপন সরকারের সাথে সম্পা বিশালগড় থেকে আগরতলায় বাড়িতে ফিরছিলেন৷ বিপরীত দিক থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিকটে পড়ে ঘটনাস্থলেই সম্পার মৃত্যু হয়েছে৷ তার বাবা স্বপন সরকার গুরুতর আহত হয়েছেন৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে৷ চিকিৎসকরা সম্পাকে মৃত বলে ঘোষণা দিয়েছে৷ ঘাতক বাইক চালক পলাতক বলে জানা গেছে৷

এদিকে, বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় খোয়াই জেলার মহারানিপুর পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় গামাইবাড়ির বাসিন্দা বাইক চালক বিবেক ভৌমিক (২০) এবং তুইকর্মার বাসিন্দা সরসেজ দেববর্মা (২৪) আহত হয়েছেন। তাঁদের দমকল কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভরতি করেছেন।

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় মহারানিপুর পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় বাইকে ধাক্কা দেয় স্কুটি। তাতে, স্কুটি চালক-সহ আরোহী এবং বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন। ওই ঘটনায় স্কুটি-আরোহীর শরীরে কোনও আঘাত লাগেনি। কিন্তু বাইক ও স্কুটির চালকেরা আহত হন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভরতি করেছেন।

স্কুটি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছ। পুলিশ স্কুটি ও বাইক আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *