আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : কর্মনাশা বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ত্রিপুরায়। বটতলা বাজারে গিয়ে কেনাকাটা করার সময় এই দাবি করেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বনধকে ব্যর্থ করার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ট্রেড ইউনিয়নের ডাকা বনধ সর্বাত্মক ব্যর্থ হয়েছে। এর জন্য তিনি রাজ্যবাসীকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন। সিপিএম-কে নিশানা করে তিনি বলেন, গরিবের কথা বলে যাঁরা মায়াকান্না করেন, তাঁরাই গরিব মানুষের পেটে লাথি মারেন। প্রতিমা ভৌমিকের কথায়, বনধ- শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। কারণ, বনধ-এর জেরে মোটর শ্রমিক, রিকশা শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। বাজারে ক্রেতার ভিড় কম হয়, ফলে বিকিকিনিতেও মারাত্মক প্রভাব পড়ে।
প্রতিমা ভৌমিকের কথায়, আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মনাশা বনধকে প্রত্যাখ্যান করেছেন। উন্নয়ন-বিরোধীদের মোক্ষম জবাব দিয়েছেন তাঁরা। সাংসদের দাবি, ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক রয়েছে। ত্রিপুরাবাসী প্রাত্যহিক কাজ করছেন।
প্রসঙ্গত, এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বটতলা বাজারে কেনাকাটা করেছেন। তাঁর সাথে ছিলেন বিজেপি-র মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত। প্রতিমা ভৌমিক জানান, সারা মাসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।