নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : দিল্লি বিধানসভা নির্বাচনে দলীয় রণকৌশল ঠিক করতে ১১ জানুয়ারি শনিবার দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক বসতে চলেছে। সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই বৈঠক হবে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন কংগ্রেসের বহু শীর্ষ নেতা।
দিল্লিতে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। এক সময়ে তাঁরই নেতৃত্বে কংগ্রেসের গড়ে পরিণত হয়েছে দিল্লি। এখন আপের রাজত্ব চলছে দিল্লি রাজ্যে। দলের হৃত গৌরব উদ্ধারে মরিয়া কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্যেই এই বৈঠক। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ভোটগণনা ওই মাসের ১১ তারিখে । মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি। ২৪ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসন পেয়েছিল আপ। বিজেপি তিনটি। কংগ্রেস শূন্য। উল্লেখ করা যেতে পারে ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস।