ত্রিপুরা : পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে নৃসংশভাবে খুন করলেন স্বামী। কৈলাসহরের মাগুড়িউলি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সংগঠিত এই বর্বরতম ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানি থানার পুলিশ জানিয়েছে, রমিজ আলী তার স্ত্রী হোসনা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে। ওই ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘাতক স্বামী এখন পলাতক।

পেশায় দিন মজুর রমিজ আলীর সাথে ৮ মাস পূর্বে সামাজিক রীতি মেনে হোসনা বেগমের সাথে বিয়ে হয়েছিল। প্রতিবেশীদের বক্তব্য, রমিজ আলীর মাথায় সামান্য সমস্যা রয়েছে। তাই, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। জনৈক প্রতিবেশী জানিয়েছেন, মাঝে দুই পরিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া আলোচনার মাধ্যমে মিটিয়েছে। কিন্তু, আজ এমন পরিণতি হবে তা কেউ কল্পনাও করেনি।

ইরানি থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখতে পেয়ে তাদের প্রতিবেশীরা গ্রাম প্রধানকে খবর দেন। গ্রাম প্রধান এসে দেখে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের বক্তব্য, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে, ঘটনাস্থলে কোন অস্ত্র উদ্ধার হয় নি। ওই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে। তবে মৃতার স্বামী পলাতক। পুলিশের দাবি, আজকের মধ্যেই মৃতার স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ। এদিকে, মৃতদেহ ময়না তদন্তের পর মৃতার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *