গাজিয়াবাদ, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে পড়ুয়াদের মারধর ও হামলার দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল| জেএনইউ ক্যাম্পাসে হামলার দায় স্বীকার করে আলোড়ন ফেলে দিয়েছেন হিন্দু রক্ষা দল-এর জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী| জেএনইউ ক্যাম্পাসে হামলার দায় স্বীকার করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন পিঙ্কি চৌধুরী| যদিও, প্রকৃত সত্য জানতে তদন্ত শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ| সাহিবাবাদ পুলিশ অফিসার রাকেশ মিশ্র জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে|
সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন হিন্দু রক্ষা দল-এর জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী| ওই ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায়| পিঙ্কি চৌধুরী দাবি করেন, জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে হিন্দু রক্ষা দল-এর কর্মীরা| পিঙ্কির মতে, জেএনইউ-র ছাত্ররা দেশের খায় এবং বাইরের গান গায়| এই ধরনের পড়ুয়াদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন ধরনের পদক্ষেপ নেওয়া হবে|
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে হামলা চালায় মুখে কাপড় বাঁধা একদল যুবক| ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি পড়ুয়াদেরও মারধর করা হয়| রবিবার সন্ধ্যার হামলার ঘটনায় জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষ-সহ মোট ৩৪ জন আহত হন| সেই ঘটনাতে এফআইআর দায়ের করেছে পুলিশ| তবে, অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ|