মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : সোমবার ৭০০ পয়েন্টের বেশি পতন হল সেনসেক্সের। এদিন ৭০০ পয়েন্টের বেশি পতনের জেরে ৪১,০০০ পয়েন্টের সীমা ভেঙে ফেলে সেনসেক্স। ১২,০০০ পয়েন্টে কোনও মতে টিকে রয়েছে নিফটি।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরে এদিন আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ডলারপ্রতি ৭২.১০ টাকায়। এর আগে প্রতি ডলারে ছিল ৭১.৮০ টাকা।
সোমবার সেনসেক্সে দাম পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ শেয়ারের। বাজাজ ফিন্যান্সের শেয়ারদর পড়েছে ৫%। এ ছাড়া আইসিআইসিআই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, নেসলে ইন্ডিয়া, এশিয়ান পেন্টস, হিরো মোটোকর্প, ইন্দাস ইন্দ ব্যাঙ্ক, মারুতি সুজুকি, এইচডিএফসি ও এসবিআই শেয়ারদর ২% থেকে ৪% পড়েছে। জিওজিট ফিন্যানশিয়াল সার্ভিসেস সংস্থার গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ারের মতে, ভূ-রাজনৈতিক সংকট, উচ্চ মূল্যায়ন ও বিনিয়োগকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রতিফলন ঘটেছে শেয়ারবাজারে। কোটাক সিকিউরিটিস সংস্থার আশিস নন্দা মনে করছেন, শেয়ারবাজার কখনও অনিশ্চয়তা পছন্দ করে না। এর জেরে সাময়িক ভাবে বাজার কিছুটা দুর্বল হয়ে পড়ে। মার্কিন ড্রোন হানায় ইরানের শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্তা কাসেম সোলেইমানির মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে অশান্তির ছায়া ঘনালে পতন হয়েছে এশিয়ার সমগ্র শেয়ারবাজারে।