নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বিবৃতি দিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতি হামলার নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ।
সোমবার সকালে বিবৃতি জারি করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, প্রতিদিন ভারতের যুব সমাজ এবং পড়ুয়াদের কণ্ঠরোধ করা হচ্ছে । মোদী সরকারের আমলে তরুণ ভারতের উপর যে ভয়াবহ হামলা চালানো হয়েছে তা নিন্দীয় । বিরুদ্ধ মতামতের কণ্ঠরোধের চেষ্টা চলছে ।
সোনিয়া গান্ধী আরও দাবি করেছেন, প্রতিদিন ভারতের ক্যাম্পাস এবং কলেজগুলিতে হামলা চালানো হচ্ছে । কখনও পুলিশ তো কখনও দুষ্কৃতিরা এমন হামলা করছে । এই হামলাগুলিকে সমর্থন করছে বিজেপি সরকার । জেএনইউতে পড়ুয়া এবং অধ্যাপকদের উপর হামলাকে হাড় কাপানো বলে আখ্যা দিয়েছেন তিনি ।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, দেশের এখন প্রয়োজন স্বল্পমূল্যের শিক্ষা, চাকরি ও গণতন্ত্রে সক্রিয় যোগদান।
উল্লেখ করা যেতে পারে রবিবার মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতি। হামলায় গুরুতর জখম হন একাধিক পড়ুয়া । তাদের এইমসে নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি । কলকাতায় নিন্দায় সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।