নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/ আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যে সরকারের পালাবদল হলেও গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পালাবদল হয়নি এখনো৷বর্ষাকাল তো দূরের কথা সুকা মৌসুমেও গাড়ি কিংবা বাইক নিয়ে চলাচল ত দুরস্ত ,পায়ে হেঁটে চলাচল করতে ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের৷সমস্যায় পড়েছেন গাড়ী চালক, পথচারীসহ সুকল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা৷
মরণফাঁদে দাঁড়িয়েছে উত্তরের কদমতলা ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট৷চিত্রটি কদমতলা ব্লকের নাকেরডগা হইতে পঞ্চায়েত অফিস সংলগ্ণ বাঘন ঝেরঝেরি কুর্তি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত৷দপ্তর উদাসীন৷উত্তর জেলার সীমান্তবর্তী সবথেকে বৃহৎ বাজার হচ্ছে কদমতলা বাজার৷
আর সেই বাজারের সাথে যোগাযোগের সম্পর্ক রয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের৷এলাকার লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারবার বিষয়টি অবগত করলেও কোন কর্ণপাত করছেন না দপ্তরের কর্মকর্তারা৷এনিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ৷ শীতকালীন সময়ে দপ্তর যদি রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ না করে তবে আগামী দিনে রাস্তা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে এলাকার জনগণ৷
এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা যাওয়ার মূল সড়কটি দীর্ঘদিন ধরেই মরণফাঁদে পরিণত হয়ে আছে৷ সড়কটি আকারে আরও বড় করার উদ্যোগ গ্রহণ করা হলেও সমস্যা পিছু ছাড়ছে না ওই রাস্তা যাতায়াতকারী জনগণের৷ যে কোন এলাকার উন্নয়নের অন্যতম চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থা৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপরই নির্ভর করে সভ্যতার উন্নয়ন৷
উন্নয়নের মাপকাঠি বিচার করলে রাস্তাঘাটের উন্নয়নকে সর্বাগ্রে স্থান দিতে হয়৷ কেন্দ্রীয় সরকারও বিষয়টির প্রতি নজর দিয়ে রাস্তাঘাট উন্নয়নে প্রয়োজনীয় অর্থবরাদ্দ করে থাকে৷ কিন্তু সঠিক সময়ে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার এবং তদারকির কাজ হচ্ছে কিনা সে বিষয়ে ঘাটতি থেকেই যাচ্ছে৷ ফলে জ্বলন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষজনকে৷ এরকমই এক সমস্যার সম্মুখীন রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা এলাকার জনগণকে৷ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা পর্যন্ত রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে৷
কয়েক হাজার মানুষের যাতায়াতের রাস্তা এটি৷ প্রয়োজনের দাগিদে রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে৷ কিন্তু পরিতাপের বিষয় হল প্রশস্ত করা ও সংস্কারের কাজ হাতে নেওয়া হলেও সঠিক সময়ে কাজ শেষ করা হচ্ছে না৷ দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারের খামখেয়ালিপনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে৷ এই রাস্তায় মেটেলিং করে মাটি ফেলা হয়েছে৷ এর উপর হবে পিচ ঢালাই৷ সম্প্রতি বৃষ্টি হওয়ায় মেটেলিংয়ের উপরে ফেলা মাটি রাস্তাটিকে বিপজ্জনক পরিস্থিতিতে দার করিয়েছে৷ এই রাস্তা দিয়ে যাতায়াত করার কোন সুযোগ নেই৷
জীবনের ঝুঁকি নিয়ে বাইক নিয়ে চলতে গিয়ে বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছেন৷ পায়ে হেটে যাতায়াত করাও কষ্টকর৷ যানবাহন এবং অটো চালকরা তাতে তিতিবিরক্ত৷ এজন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারি সংস্থাটি দায়ী করে চলেছেন পথচারী ও স্থানীয় লোকজনরা৷ দ্রুত কাজ শেষ করা হলে এই সমস্যার সম্মুখীন হতে হত না এই এলাকায় চলাচলকারী জনগণকে৷ অবিলম্বে রাস্তাটির সংস্কার কাজ ত্বরান্বিত করার জন্য যানবাহনের চালক এবং ওই পথে চলাচলকারী জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷ আপাতত রাস্তায় বালি ফেলে চলাচলের ব্যবস্থা করতেও দাবি জানানো হয়েছে৷