ক্ষতিপূরণ নিয়ে সপাকে কটাক্ষ যোগীর

লখনউ, ৪ জানুয়ারি (হি.স.) : আন্দোলনের নামে সিএএ-র বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন সপা। রাজ্যের প্রধানবিরোধী দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দায় সোচ্চার হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য।

শনিবার নিজের একাধিক ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, জনগণ দেখছে এবং বুঝতে পারছে। তোষণের রাজনীতি থেকে পিছু হটেনি সপা। তাদের এই মনোভাব কোনওদিন সফল হবে না। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে যারা জনগণের সম্পত্তি নষ্ট করল তাদের জন্য এত দরদ কিসের? দুষ্কৃতি এবং দাঙ্গাবাজদের পাশে কেন দাঁড়িয়েছে সপা? পাশাপাশি তিনি আশ্বস্ত করে জানিয়েছেন যে রাজ্য সরকার পুরো দমে নিজের কর্তব্য পালন করে চলেছে।

উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, সপা দলটি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। যারা অরাজকতা ছড়াচ্ছে, তাদের মদত দেওয়া হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী হিংসাত্মক আন্দোলনে নিহত এবং যারা জেলে রয়েছে তাদের পেনশন দেওয়ার ঘোষণা শুক্রবার করেছেন সমাজবাদী পার্টির নেতা তথা বিরোধী দলনেতা রামগোবিন্দ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *