নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ বিদেশী বিলগ্ণীকরণ ও বেসরকারি করনের জন্য নেওয়া কেন্দ্রীয় সরকারের নীতি গুলির বিরুদ্ধে প্রতিবাদ রেলী ও পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে ভারতীয় মজদুর সংঘ৷ শুক্রবার প্রথমে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসক তপন কুমার দাসের কাছে দাবি সনদ তুলে দেন৷ এরপর অফিস লেন থেকে হয় রেলি৷ রেলিটি শহর পরিক্রমা করে৷ জেলা শাসকের মারফৎ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়৷ বি এম এস- এর প্রদেশ সভাপতি শঙ্কর দেব জানান ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন সময়ে সরকার মিটিয়ে দিয়েছে৷ এরমধ্যে বোনাস অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে৷
একই সঙ্গে বেশ কিছু দাবি পূরণ করা হয়েছে৷ তাঁর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে৷ কিন্তু রেল, প্রতিরক্ষা, পোস্টালে প্রস্তাবিত বিলগ্ণিকরণ তা যাতে না করা হয়৷ রাজ্যের পরিবহণ এবং বিদ্যুৎ বোর্ডকে যাতে মালিকের অধীনে ছেড়ে দেওয়া না হয় এবং স্থায়ী কর্মী নিয়োগ করার দাবি জানানো হয়েছে৷ অনিয়মিত কর্মচারীদের স্থায়ী করণ , সামাজিক সুরক্ষা প্রদানের দাবিও রয়েছে৷ সারা ভারত বর্ষে প্রতিটি জেলা শাসকের কাছে এই ডেপুটেশন প্রদান করা হচ্ছে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বলে জানান তিনি৷ ছিলেন বি এম এস —এর সাধারণ সম্পাদক অসীম দত্ত সহ অন্যান্যরা৷
বিদেশী বিলগ্ণীকরণ, বেসরকারি করন নীতির বিরুদ্ধে সারা দেশ ব্যাপী ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ এরই অঙ্গ হিসেবে শুক্রবার ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা কমিটির উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গোমতী জেলার সিনিয়র ডেপুটি মেজিস্ট্যাট সজল বিশ্বাস এর নিকট ডেপুটেশন প্রদান করেন৷ নেতৃত্বে ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, জেলা সম্পাদক পার্থ সারথি ঘোষ, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের গোমতী জেলা সম্পাদক বিপ্লব বিজয় দে, উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিগ্বিজয় ভাওয়াল প্রমুখ৷ এদিন এই প্রতিবাদ মিছিলে কয়েক শতাধিক ভারতীয় মজদুর সংঘ সমর্থিত শ্রমিক মেহনতি মানুষ অং
ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শুক্রবার সমগ্র দেশে ১৮ দফা দাবির সমর্থনে গনধর্না প্রদর্শন ও ডেপুটেশান প্রদান করা হয়৷ সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের নিকট এইদিন ডেপুটেশান প্রদান করা হয়৷ ব্যতিক্রম হয়নি খোয়াই জেলাতেও৷ ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার খোয়াই জেলার জেলাশাসকের নিকট ১৮ দফা দাবী নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ এইদিন খোয়াই শহরে একটি বিশাল মিছিলসংগঠিত করা হয় ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির উদ্যোগে৷ মিছিলটি খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়৷ সেখান থেকে সাতজনের এক প্রতিনিধি দল জেলাশাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে ১৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়৷ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির সম্পাদক রাজেশ ঘোষ৷ তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান৷ এদিন, রাজ্যের সবকটি জেলাতেই জেলা শাসকের কাছে এই দাবীতে ডেপুটেশন দিয়েছে বিএমএস৷