গুলি ছুঁড়ে ৭০ হাজার টাকা ছিনতাই, অধরা দুষৃকতী, চাঞ্চল্য গর্জিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ গুলি ছুঁড়ে ৭০ হাজার টাকা ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় দুষৃকতীরা৷ পরে অবশ্য নদীর চরে বাইকটি উদ্ধার হয়েছে৷ কিন্তু টাকা এখনও উদ্ধার হয়নি৷ প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোমতি জেলার গর্জি এলাকায়৷


গর্জি ফাঁড়ির ওসি শান্তনু দেববর্মা জানিয়েছেন, বন্ধন ব্যাংকের কালেকশন ম্যানেজার সঞ্জিত রুদ্রপালের কাছ থেকে টাকা ছিনতাই করেছে দুষৃকতকারীরা৷ তিনি বলেন, এদিন ঋণের কিস্তি আদায় করতে গর্জি থানাধীন এলংবাড়ি এডিসি ভিলেজে গিয়েছিলেন সঞ্জয় রুদ্রপাল৷ কিস্তি বাবদ ৭০ হাজার টাকা সংগ্রহ করে ফেরার সময় তিন দুষৃকতী তাঁর কাছ থেকে টাকা ছিনতাই করেছে৷ তাঁর বাইকে বসেই তারা টাকা নিয়ে পালিয়েছে৷ যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুঁড়ে গেছে৷ গুলি অবশ্য তাঁর শরীরে লাগেনি, তবে কার্তুজের খোল পাওয়া গিয়েছে, বলেন শান্তনু দেববর্মা৷


তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে, ছিনতাইয়ের ঘটনায় গর্জি ফাঁড়িতে একটি মামলা হয়েছে৷ শান্তনু দেববর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনায় তল্লাশিতে নেমে মহারানি ফাঁড়ির অধীন কৃষ্ণভক্তপাড়ায় নদীর চরে বাইকটি উদ্ধার হয়েছে৷ কিন্তু টাকা উদ্ধার হয়নি এখনও৷ তিনি বলেন, ছিনতাইকারীদের খোঁজে জোরদার তল্লাশি চলছে৷ খুব শীঘ্রই সাফল্য মিলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


এদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রকাশ্য দিবালোকে এভাবে ছিনতাইয়ের ঘটনা সাম্প্রতিক অতীতে এই এলাকায় ঘটেনি৷ স্বাভাবিকভাবেই ঘটনায় সমগ্র এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *